Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রিচি ইউনিয়নের ইতিহাস

 

হবিগঞ্জ পৌরসভার পশ্চিম সীমান্তবর্তী আদর্শ ২নং রিচি ইউনিয়ন।রিচি গ্রামের নামে রিচি ইউনিয়নরে নামকরন করা হয়।১৭ টি গ্রাম ১৭,৮৯৩ জন ভোটার,এবং প্রায় ৩০ (ত্রিশ) হাজার মানুষ নিয়ে গটিত আদর্শ ২নং রিচি ইউনিয়ন। রিচি ইউনিয়ন খেলাধুলায় ও শিক্ষায় অনেক সুনাম অর্জন করেছে।রিচি ইউনিয়নের আইন শৃঙ্খলা ভাল শিক্ষার হার ও পরিবেশ ভাল। স্বাস্থ্য সচেতনতা আশানুরূপ ।অন্যদিকে মাদক, জোয়া,চুরি ডাকাতি,সন্ত্রাসী এ ইবটিজিং  সহ অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য গনসচেতনতা প্রতিকার এবং প্রতিরোধ।সরকার ২০০৮ সালে রিচি ইউনিয়ন কে আদর্শ ইউনিয়ন ঘোষনা করা করেছে।